নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ছুরিকাঘাতে ।
আবু সাদেক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত আবু সাদেক উপজেলার বলাইশিমূল ইউনিয়নে ছবিলা গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা য়ায়, নিহত আবু সাদেক বিকালে কবিচন্দপুর গ্রামে ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে আক্রমনে শিকার হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে খুনি পিন্টুকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা বলেন, ঘাতক পিন্টু নিহত আবু সাদেকের চাচাতো ভাইয়ের দিকে ভাতিজা হয়। পিন্টুর বাবার নাম আনোয়ার হোসেন ওরফে আনন্দ।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ বলেন, পিন্টুকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।