নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালীর বেগমগঞ্জ এর নারী ধর্ষণ সহ সারাদেশে নারী,শিশু ও কলেজ ছাত্রী ধর্ষণ বন্ধ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির জন্য এবার মানববন্ধন করলো লালমনিরহাটের আদিতমারী উপজেলার পাবলিক ইউনিভার্সিটি এসোসিয়েশন অব আদিতমারী।সম্রাট আহসান(রাবি) এর নেতৃত্বে,কিন্তু বর্মণ রায়ের (রাবি)পরিচালনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ আদিতমারীর জি এস স্কুলের সামনে ধর্ষণ রোধে বক্তব্য রাখেন। শারমিন রহমান মেঘলা, তার বক্তব্যে ফুটে তুলেন একের পর এক ধর্ষণ হয়ে যাচ্ছে, কেউ এখন নিরাপদ নয়, যারা ধর্ষক তাদের কে আইনের আয়ত্বে এনে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড কার্যকর করা হউক।পরবর্তী বক্তারা জোনায়েদ জিকো(,পাবিপ্রবি), হাবিবুর রহমান (হাবিপ্রবি) , আলমগীর হোসেন (রাবি) সবাই একের পর এক বক্তব্যে তুলে ধরেন, বাংলাদেশে যেখানে নারী প্রধানমন্ত্রী, স্পীকার নারী, শিক্ষা মন্ত্রী নারী, সেখানে কেন ধর্ষকরা বার বার ছাড় পেয়ে যাচ্ছে???? আমাদের প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন আপনি নারী ও শিশু ধর্ষণ রোধে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করুন। এছাড়াও প্রায় ২০০ জন শিক্ষার্থী বিভিন্ন প্লাকেড হাতে নিয়ে আদিতমারী জি এস স্কুল হতে উপজেলা চত্বর পর্যন্ত শান্তি প্রিয় মৌন মিছিল করে মানববন্ধন এর সমাপ্তি ঘোষণা করেন।