পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে ফুটফুটে এক কন্যা সন্তানের মা হলেন ‘পাগলি’ নামে পরিচিত মানসিক ভারসাম্যহীন নারী।
আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে জেলা শহরের করতোয়া ব্রীজের নিচ থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মা-মেয়েকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছেন।

বর্তমান মা-মেয়ে দু’জনেই সুস্থ আছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা সুলতানা মিলি।

প্রসূতির ভাষ্যমতে, সদর উপজেলার গলেয়াপাড়া এলাকার মঞ্জু নামের এক হোটেল শ্রমিক তার স্বামী।
পুলিশ জানান, করতোয়া ব্রীজের নিচে পাগলটি কন্যা সন্তান জন্ম দেয়। পথচারীরা শিশুটির কান্না শুনতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক ইমাদ উদ্দিন, ফারুক ফিরোজ ও শামীম মন্ডলসহ একদল পুলিশ সেখানে যায়।
আশঙ্কাজনক অবস্থায় নবজাতকসহ প্রসূতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এসময় পাগলির চার বছর বয়সী আয়েশা নামের আরেক শিশু কন্যা সঙ্গে ছিলো।

এদিকে, খবর পেয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী নবজাতক ও প্রসূতিকে দেখতে যান হাসপাতালে।