পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০ জন এতিম ও অসহায় মাদরাসা ছাত্রদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে পঞ্চগড় জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের চত্বরে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার সাদাত স¤্রাট, পঞ্চগড় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম ও অসহায় মাদরাসা ছাত্রদের হাতে বাইসাইকেল তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে পঞ্চগড় জেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ আনিছ প্রধান ও সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, জাতীয় শ্রমিক লীগ পঞ্চগড় জেলা শাখার সদস্য সচিব মোঃ নুরুজ্জামান। আরো অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।