পঞ্চগড়ে পুকুরে ফুটবল তুলতে গিয়ে এক শিশুর মৃত্যু
মোঃ মিজানুর রহমান পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ আজ দুপুর ১২:০০ ঘটিকার সময় পঞ্চগড় সদর উপজেলায় ৮নং ধাক্কামারা ইউনিয়নের মীরগড় চরচরিয়া পাড়া এলাকায় রাতাব আলী (৪) নামে এক শিশু পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
নিহত রাতাব আলী ওই এলাকার মোজাফফর আলী রোমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রাতাব আলী সহ কয়েকটি শিশু বাড়ীর পাশে উঠানে ফুটবল খেলতেছিল। এ সময় ফুটবলটি পুকরের পানিতে পড়ে গেলে রাতাব আলী বলটি পানি থেকে তুলতে যায়। কিন্তু রাতাব আলীর হাত লেগে বলটি পুকুরের মাঝখানে চলে গেলে বল তুলতে সেও সামনে এগিয়ে যেতে থাকে। একপর্যায়ে রাতাব আলী পুকুরের পানিতে ডুবে পানি খাচ্ছিল এই দৃষ্টি অন্যান্য শিশুরা দেখলে শিশুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা পুকুর থেকে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোঃ আব্দুল লতিফ মিয়া পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করে জানান। সেই সাথে তিনি আরো জানান এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়।