পঞ্চগড় প্রতিনিধিঃ সারা বাংলাদেশের ন্যায় প্রতি বছরে ১৫ মার্চে বিশ্ব ভোক্তা দিবস পালিত হয়। সেই পরিপ্রেক্ষিতে পঞ্চগড় জেলায় ভোক্তা অধিকার দিবস পালিত হয় । পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াছমিন, পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী, পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌর মেয়র মোছাঃ জাকিয়া খাতুন, পঞ্চগড় ভোক্তা অধিকার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ প্রমুখ উপস্থিত’ ছিলেন। পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াছমিন বাজার নিয়ন্ত্রণ ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য বলেন, কোনো প্রকার নকল পণ্য বাজারে বিক্রয় করা যাবে না। পঞ্চগড় বাজার বণিক সমিতি সভাপতি আলহাজ্ব মোঃ আলিম খান বক্তব্যে বলেন, পঞ্চগড় বাজারে শুধু মেয়াদ উত্তীর্ণ পণ্যের বিষয়ে ভোক্তা অধিকার বেশি নজর রাখেন। এরই মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে সেই বিষয়গুলো ভোক্তা অধিকার পর্যবেক্ষণ করেন না। পৌর মেয়র জাকিয়া খাতুন বলেন, বাজার থেকে পলেথিন ব্যবহারের বিষয় দোকানদার এবং সাধারণ জনগণকে সচেতন করে তুলতে হবে যাতে কেউ পলেথিনের eবাজার না করে এবং দোকানদার পলেথিনে পণ্য বিক্রয় না করে।