উখিয়া প্রতিনিধিঃ সামাজিক সংঘটন আলোকিত পথছায়ার  থেকে প্রতিবারের মতন আবারও খাদ্য বিতারণ করেছে। গত শনিবার (১৩-০৩-২০২১) সমিতি পাড়া ১০০জন পথ শিশুদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করেছে আলোকিত পথছায়ার সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শামীম চৌধুরী ও সাথে ছিলেন সংঘঠনের উপদেস্টা ফাতেমা আনকিজ। আলোকিত পথছায়ার সংগঠনের সভাপতি শামীম চৌধুরী জানান ”প্রতিবারের মত আবারও প্রিয় অনুজ পথশিশুদের নিয়ে ছোট আয়োজন করেছি।আমাদের খুবিই ভাল লাগে হত দরিদ্র মানুষ কে নিয়ে কাজ করতে। আপনারা অবগত আছেন আমরা সবসময় চেষ্টা করি পথ শিশুদের নিয়ে কাজ করার জন্য। আমাদের স্কুলের খরচ বাঁচিয়ে এই মানব সেবা করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমরা যেন সামনে আরো বৃহত্তর আকারে আয়োজন করতে পারি”। পরে সারিবদ্ধ সমাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য বিতর করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের তাহনিন,ইশমাম, তানজিম সদস্য।