রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক নারীর বাড়ি থেকে মধ্যরাতে নবিন প্যাদা (৪০) নামে এক ব্যাক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনগন। এ সময় তার বিরুদ্ধে ওই নারীর সঙ্গে পরকীয়া প্রেম এবং অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। অভিযুক্ত নবিন প্যাদা বাইলাবুনিয়া গ্রামের মোঃ নুরু প্যাদার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী গার্মেন্টস কর্মী হওয়ায় দীর্ঘদিন ধরেই ঢাকায় অবস্থান করছেন। এই সুযোগে নবীন প্যাদা ওই নারীর সাথে পরকিয়া সম্পর্ক গড়ে তোলে এবং দীর্ঘদিন ধরে তারা অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
সোমবার মধ্যরাতে নবিন প্যাদা ওই নারীর বাড়িতে প্রবেশ করলে স্থানীয় লোকজনের চোখে পরলে তারা সংঘবদ্ধ হয়ে ওই বাড়িতে যায়। এ সময় ঘর থেকে বেড়িয়ে নবিন প্যাদা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চরমোন্তাজ পুলিশ তদান্তকেন্দে নিয়ে যায়।
চরমোন্তাজ পুলিশ তদান্তকেন্দের ইনচার্জ মোঃ বেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবিনকে উদ্ধার করে আজ সকালে রাঙ্গাবালী থানায় প্রেরণ করা হয়েছে।