নিজেদের তৈরি অত্যাধুনিক টাইপ-২০৪ ক্লাস ফ্রিগেটের চারটি যুদ্ধজাহাজ পাকিস্তানকে দিচ্ছে চীন।এতে করে, পাকিস্তানের নৌশক্তি অারো বৃদ্ধি পাবে।
সামরিক বিশ্লেষকরা মনে করছেন ভারতকে চাপের মুখে ফেলতেই পাকিস্তানের জন্য চীনের এত বড় অায়োজন। কিছুদিন অাগে চীনের সাথে পাল্লা দিতে ফ্রান্সের কাছ থেকে উন্নতমানের রাফায়েল যুদ্ধ বিমান ক্রয় করে ভারত।বিভিন্ন ইস্যুতে চীন ভারতের সম্পর্ক এখন খুব খারাপ। পাকিস্তানের পর নেপালকেও নিজেদের সমর্থক হিসেবে পেয়েছে চীন।অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র,  অস্ট্রেলিয়া,  জাপানের সমর্থন পাচ্ছে ভারত।
নিজের অাধিপত্য বিস্তার করতে চীন জায়ান্ট প্ল্যান করেছে। যার নাম ” ওয়ান বেল্ট, ওয়ান রোড”।অপরদিকে ভারত চীনের এই অাধিপত্য রুখে দিতে জাপান, অস্ট্রেলিয়া,  ভিয়েতনামের সাথে জোট বাধার চেষ্টা করছে।দক্ষিণ চীন সাগরে চীনের অাধিপত্য বিস্তারও এই লড়াইয়ের অন্যতম কারণ।
পাকিনাস