কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের জেলার পাকুন্দিয়া পৌরসভার একটি গণশৌচাগার নির্মাণের শুভ উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র মোঃ আক্তারুজ্জামান খোকন।
আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ২ টার সময় পৌরসভাধীন নিশ্চিন্তপুর বড় মসজিদ সংলগ্ন এলাকায় একটি গণশৌচাগারের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার মেয়র মোঃ আক্তারুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম আরিফ, শরীফুল ইসলাম সুজন, শামীম শাহ্, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ আল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রসঙ্গত, এই গণশৌচারগারটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় সাত লাখ টাকা। এবং পৌরসভার অধীনে এই গণশৌচারগারটি নির্মাণ করছে কিশোরগঞ্জের স্থানীয় একটি ঠিকাদারী প্রতিষ্ঠান, মেসার্স অবকাশ এন্টারপ্রাইজ।