কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের জেলার পাকুন্দিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ রত্না (১০) নামে এক চতুর্থ শ্রেণির ছাত্রী লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
রত্না বাহাদিয়া গ্রামের আবদুল আউয়ালের মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হয় রত্না। এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা সন্ধ্যা পর্যন্ত তল্লাশি করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য মোঃ মান্না এ বিষয়টি নিশ্চিত করেছেন।