কিশোরগঞ্জ প্রতিনিধি : মাঘের তীব্র শীতে কষ্টে রাত্রিযাপন করছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কিছু সংখ্যক শ্রমিক। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে শীতবস্ত্র নিয়ে এসব শ্রমিকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পৌর সদরের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রওশন করিম শীতার্ত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজা- ই- রাব্বিসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পৌর সদরের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে শতাধিক শ্রমিক রাত্রিযাপন করেন, যারা হাওরাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা এখানে শ্রমিকের কাজ করেন। প্রতিদিন ভোরে সিনেমা হলের সামনে জড়ো হন। সেখান থেকে লোকজন তাদের শ্রমিক হিসেবে কাজে নিয়ে যায়।