কিশোরগঞ্জ প্রতিনিধি : সনাতনধর্মী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার অর্ধশত অসহায় ও দুস্থ নারী-পুরুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মিসবাহ উদ্দিনের এর উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দুস্থ নারী-পুরুষদের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।
পাকুন্দিয়া পৌরসভার শ্রী শ্রী পাগল নাথ আশ্রম কেন্দ্র প্রাঙ্গণে এসব বস্ত্র বিতরণ করেন অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোঃ মিসবাহ উদ্দিন।
পাকুন্দিয়া উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি দিলিপ রবিদাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন বর্মণ, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিল্লাল হোসেন, যুবলীগ নেতা মোনায়েম মুন্না, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন দেবনাথ, শ্রী শ্রী পাগলনাথ আশ্রম কমিটির সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক জুটন মোদক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মিসবাহ উদ্দিন বলেন, বাংলাদেশ একটি  সম্প্রীতির দেশ। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সেজন্য সরকার যথেষ্ট সচেতন। পাকুন্দিয়া পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে এ উৎসব ভাগাভাগি করে নিতেই নিজ উদ্যোগে অসহায় ও হতদরিদ্র অর্ধশতাধিক নারী-পুরুষদের মাঝে শাড়ি লুঙ্গি ও বিভিন্ন পরিধেয় বস্ত্র বিতরণ করেছি।
এ সময় পৌর এলাকার অর্ধশত দরিদ্র, অসহায়, দুস্থ নারী ও পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গি ও বিভিন্ন পরিধেয় বস্ত্র বিতরণ করা হয়েছে।