যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে খুন হয়েছেন পাঠাও এর অন্যতম উদ্যোক্তা ফাহিম সালেহ। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে  ম্যানহ্যাটনে নিজ বাসা থেকে তার খন্ড বিখন্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফাহিমের খোঁজ না পেয়ে তার বোন ৯১১ নাম্বারে ফোন করে জানায় তারপর উদ্ধার করতে গিয়ে তার খণ্ড-বিখণ্ড মরদেহ পায় পুলিশ। ফাহিম এর জন্ম ১৯৮৬ সালে ।  যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেম  নিয়ে পড়ালেখা করছিলেন তিনি । দেশে পাঠাও ছাড়াও নাইজেরিয়া কলম্বিয়াতে ও ২ টি রাইড কোম্পানীর মালিক ছিলেন। কম বয়স হলেও অনেক টাকার মালিক ছিলেন ।  তিনি ২২ লাখ ডলার দিয়ে ম্যানহাটনে  অ্যাপার্টমেন্ট কিনেছিলেন গত বছর । পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজে দেখা যায় সোমবার যখন  এলিভেটর দিয়ে ওই ভবনে উঠছিলেন তখন তার পেছনে মুখে মাস্ক,হাতে হ্যান্ড গ্লাভস, মাথায় টুপি পড়া হাতে স্যুটকেস নিয়ে এক লোক উঠছিলেন। ধারণা করা হচ্ছে ফাহিমকে নিস্তেজ করে খুন করা হয়েছিল। তার খণ্ডিত দেহ প্লাস্টিকের ব্যাগে পাওয়া যায়। ফাহিম চাকরির পেছনে না গিয়ে দুই বন্ধুকে নিয়ে তার শেকড়  বাংলাদেশে ২০১৫ সালে পাঠাও রাইড শেয়ারিং অ্যাপ চালু করেছিলেন এবং তা ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে।