পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী।
মোঃ আরিফুল ইসলাম
খাগড়াছড়ি প্রতিনিধি॥
পার্বত্য শান্তি চুক্তিতে পাহাড়ে বসবাসরত বাঙ্গালী জাতির অধিকার ক্ষুণ হয়েছে। বিতর্কিত ও সংবিধান বিরােধী ধারা সমূহ বাতিলে সরকারের হস্তক্ষেপ জরুরী বলে মন্তব্য করছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দু।সকালে সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়ােজিত আলােচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
পাহাড়ে আঞ্চলিক সংগঠনের নামে চাঁদাবাজী, হত্যা ও গুমের সাথে জড়িত সন্ত্রাসীদের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানানাে হয় সভা থেকে।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় কেদ্রীয় সভাপতি কাজী মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন,মেয়র আলমগীর কবির, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম,কাউন্সসিলর এস এম মাসুম রানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এর আগে, সকালে শােভাযাত্রা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগী করা হয়।