নিজস্ব প্রতিবেদকঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দৌড়ে প্রথম বিতর্ক শুরু হয় অাজ। বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হয় বিতর্ক। একাধারে সিএনএন, বিবিসি, ফক্সনিউজ সহ অারো অনেক অান্তর্জাতিক চ্যানেলে বিতর্ক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন পুরোটা সময়ই একে অপরকে বিভিন্ন কারণে দুষেছেন। কখনো অর্থনীতি, কখনো স্বাস্থ্যখাত অাবার কখনো অায়কর নিয়ে। উভয়কে শান্ত করতে উপস্থাপকও ব্যাপক হিমশিম খেয়েছেন।প্রথম বিতর্কের পর মার্কিন নাগরিকরা কাকে পছন্দ করেন তা হয়তো জানা যাবে খুব অল্প সময়ের মধ্যেই।।