উখিয়া প্রতিনিধিঃ কক্সবাজার জেলা উখিয়া উপজেলা কোটবাজার মধ্যরত্না গ্রামে পিতাকে শ্রেষ্ট পিতা বলে ঘোষণা দিলেন সন্তানরা। তাদের তিন সন্তান। বড় ছেলে আছে কাজকর্ম নিয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে এক ভালো পরিবারে, মেজ ছেলে আছে একনোও স্টাডি নিয়ে, ছোট ছেলে তুষান ও রয়েছে স্টাডি নিয়ে। এবং সবমিলিয়ে তারা খুব সুখে শান্তিতে রয়েছে। এতে পিতাও সন্তানদের নিয়ে খুব আনন্দে রয়েছে।
পিতা অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করছে। দীর্ঘ ৪০ বছর ধরেই কষ্ট করে আসছেন পিতা, এই দীর্ঘ পথ চলাতে অনেক সুখে-কষ্টে জীবনযাপন করেছে পিতা-মা ও সন্তানরা। কিন্তু এখন রয়েছে ফুরফুরে আনন্দের সাথে দিন যাচ্ছে। পিতা করতেন ব্যবসা আয়ও ভালো ছিলনে সন্তানরা ও যা চেয়েছেন তা পেয়েছের সবসময় পিতাকে নিয়ে গর্ব ৪ সন্তানরা।
৬ সদস্য পরিবার নিয়ে খুব সুখে শান্তিতে জীবনযাপন হচ্ছে বর্তমানে পিতার বক্তব্য আমি আমার সন্তানদের নিজের চেয়ে বেশিই ভালোবাসি সন্তানরা ও আমাকে অনেক ভালোবাসে।
মা বলেন আমাদের মাঝে এক ভালোবাসার অটুট বন্ধন রয়েছে আর আমরা তো আমরাই আমরা আছি আমাদের মত সুখে-শান্তিতে। ধন্যবাদ।