নিজস্ব প্রতিবেদকঃ
করোনা মহামারিতে স্তব্ধ হয়ে পরেছে পুরো বিশ্ব।বন্ধ হয়ে গিয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সকল কাজ।পৃথিবীর প্রায় প্রতিটি দেশকেই গুনতে হচ্ছে লোকসান। কিন্তু, বর্তমানে প্রায় সকল দেশই ধীরে ধীরে খুলে দিচ্ছে তাদের সকল কর্মকান্ডের দুয়ার। বাংলাদেশে ৩০ মে থেকে লকডাউন শিথীল করার পর সরকারের গুরুত্বপূর্ণ সকল শাখা পুনরায় চালু করে দেয়া হচ্ছে।
দীর্ঘ দিনের লকডাউনে পুরো স্থির চিত্রে পরিণত হয়েছিল মেগা প্রকল্পগুলো। প্রকল্পগুলোর সাথে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকরা বিমান পরিবহন সেবা বন্ধ থাকায় নিজ দেশেই অবস্থান করেছেন, প্রকল্প সংশ্লিষ্ট সকল কিমিটির কার্যক্রম বন্ধ ছিল। প্রকল্প বাস্তবায়নে সহায়ক সরঞ্জামও পাওয়া যায় নি। সরকারি অফিসগুলো বন্ধ থাকার কারণে প্রকল্পের বিভিন্ন কাজে অনুমোদন দেয়া সম্ভব হয় নি।
বর্তমানে দেশে যে কয়টি মেগা প্রকল্প রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো : পদ্মাসেতু প্রকল্প, পদ্মা রেল সংযোগ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, কর্ণফুলী টানেল, ঢাকা মেট্রোরেল ইত্যাদি। প্রায় সকল প্রকল্পগুলোতেই ছিল একই চিত্র।
তাই, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে সরকার বদ্ধ পরিকর। প্রতিটি প্রকল্পে পুনরায় কাজের গতি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেছেন।ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের সাথে নতুন অর্থনৈতিক অঞ্চল নিয়ে আলাপ আলোচনা করেছে। চীনের অর্থায়নে যেসকল প্রকল্প রয়েছে সেগুলো পুনরায় সচল করতে চীনা দূতাবাসে দুই দেশের কর্মকর্তারা জরুরি মত বিনিময় করেছেন।।