গাজীপুর প্রতিনিধিঃ  দুর্গা পূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে বাড়ি যাওয়ার পথে গাজীপুর মহানগরের কড্ডায় বাস চাপায় রুরাল পাওয়ার কোম্পনির (কড্ডা পাওয়ার প্ল্যান্ট) কর্মী সত্য রঞ্জন দেবনাথ (৪০) নিহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর ২০২০) সকালে কড্ডা পাওয়ার প্ল্যান্টের সামনে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সত্য রঞ্জন দেবনাথেরর গ্রামের বাড়ি নরসিংদীর পলাশ থানার পণ্ডিতপাড়ায় এলাকায়।

তিনি রুরাল পাওয়ার কোম্পনির কড্ডা প্ল্যান্টে হেলপার হিসেবে কাজ করছিলেন।

জিএমপি’র বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, শনিবার সকালে পূজার ছুটিতে স্ত্রী শান্তি রাণীকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দ্যেশ্যে বাসা থেকে বের হন সত্য দেবনাথ। পরে সকাল ৭টার দিকে পাওয়ার প্ল্যান্টের সামনে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পূর্বপাশে দাড়িয়ে স্ত্রীকে মোটরসাইকেলে তুলেতে গিয়ে সত্য রঞ্জন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার স্ত্রী অক্ষত রয়েছেন।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।