মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত স্থানীয় সবচেয়ে বড় মানবিক ও অরাজনৈতিক সংগঠন “কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম” উপজেলার সালুয়া ইউনিয়ন মাইচপাড়া গ্রামের উত্তর পাড়ার আহমদ আলীর মেয়ে প্রতিবন্ধী হাজেরা বেগম কে একটি বকরী প্রধান করেছেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন মাইচপাড়া গ্রামের উত্তর পাড়ার আহমদ আলীর মেয়ে প্রতিবন্ধী হাজেরা বেগম কে দারিদ্র বিমোচনের জন্য একটি বকরী উপহার দেন সম্প্রীতি ফোরামের পক্ষে, উত্তর মাইচপাড়া জামে মসজিদের ইমাম ও জান্নাতুল সাদিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব হাফেজ কারী মাওলানা নিয়ামত উল্লাহ, সমাজ সেবক শহর আলী, সমাজ সেবক মাহবুব মিয়া , মোঃ এরশাদ কাজী প্রমুখ।
প্রধান পৃষ্ঠপোষক জনাব, মমিনুল হক নাদিম, প্রধান উপদেষ্টা এমরান মিয়া ও নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা জনাব গিয়াস উদ্দিন গোলাপ ভিডিও কনফারেন্সে বলেন, কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম কুলিয়ারচরের সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে দরিদ্র বিমোচনের জন্য প্রতিবন্ধী হাজেরাকে বকরী উপহার দিতে পেরে শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের নিকট। আমরা কুলিয়ারচর রেমিট্যান্স যোদ্ধা ভাইদের নিয়ে শিক্ষা, সামাজিক ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের মানবিক কাজ অব্যাহত থাকবে, সকলেই সম্প্রীতি ও প্রতিবন্ধী বোনটির জন্য দোয়া করবেন।
সালুয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, জনাব ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ রানা আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এক যৌথ ম্যাসেঞ্জার ভিডিও কনফারেন্সে বলেন আমরা সালুয়া ইউনিয়ন বাসীর কল্যানে আজকে মাইচপাড়া গ্রামের উত্তর পাড়া প্রতিবন্ধী হাজেরাকে একটি বকরী উপহার দিতে পেরে সত্যি আনন্দ অনুভব করছি কারণ প্রতিবন্ধী ও এতিম কে আল্লাহর রাসূল সঃ খুবই ভালোবাসতেন আজকে পরিশ্রম স্বার্থক মনে হচ্ছে আমরা চাই প্রাণের কুলিয়ারচর কে দারিদ্র বিমোচন করে সুখী সমৃদ্ধ কুলিয়ারচর গড়ার অংশীদার হতে তাই অতীতের ন্যায় সকল স্তরে সমান ভাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ, সকলেই সম্প্রীতির জন্য দোয়া করবেন।
কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বলেন, অনেক স্বপ্ন নিয়ে সম্প্রীতি ফোরাম গঠন করেছি আল্লাহর সুন্তুষ্ট অর্জনের মাধ্যমে পরকালে নাজাতের উছিলা তৈরী করা। আমরা সালুয়া ইউনিয়ন শাখার মানবিক হিরো রেমিট্যান্স যোদ্ধা ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিবন্ধী হাজেরার পাশে দাঁড়ানোর জন্য।