ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) মাননীয় উপাচার্যের অফিসকক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ মোঃ আবদুস সালাম এর নিকট বৈশ্বিক মহামারী করোনা কালীন দূর্যোগে করোনায় আক্রান্ত মানুষের পাশে থাকবার জন্য কর্মকর্তা সমিতির উদ্যোগে কর্মকর্তাদের একদিনের বেতন কর্তনের সমপরিমান ৫ লক্ষ টাকার চেক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে প্রদানের জন্য হস্তান্তর করা হয়।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এ চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, রেজিস্ট্রার(ভারঃ) এস. এম আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আকতার হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সাধারন সম্পাদক ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমান, সাধারন কর্মচারী সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমানসহ বিভিন্ন অফিসের অফিস প্রধানবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের কর্মকর্তারা।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ মোঃ আবদুস সালাম কর্মকর্তা সমিতির এই মহতী কাজের জন্য উপস্থিত সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান।