কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের জেলার কটিয়াদী ও মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জন্য দুটি করে মোট ৪টি অক্সিজেন কনসেনট্রেটর প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৮ নভেম্বর) কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃত দুটি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমান। অক্সিজেন কনসেনট্রেটর দুটি গ্রহণ করেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন।
অপর দিকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃ দুটি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তরের সময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ আহসানুল হক মুকুল, উপ-পরিচালক ডা. মোঃ কামাল উদ্দিন, সহকারী পরিচালক ডা. অনুপম ভট্টাচার্য, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা স্টোর কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে  বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা উপহার হিসাবে চারটি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছেন। এর মধ্যে দুটি কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ও দুটি মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য। এবং ইতিমধ্যে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেন কনসেনট্রেটর দুটি হস্তান্তর করা হয়েছে। আর মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃ দুটি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমান আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা উপহার হিসাবে চারটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করায় কিশোরগঞ্জবাসীর পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।