প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি শাওন 
লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ একহাজার টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ গ্রামে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুই শতাধিক  ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, চিনি, তেল ও লবণ ইত্যাদি ।
এদিন ঘুর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা  ভূমি কর্মকর্তা ইমরান -মাহমুদ- ডালিম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা  যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল  ইসলাম রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।