প্রফসর পাড়া হল্পিং হ্যান্ড এর দ্বি-বার্ষিক সম্মলন ও মিলন মলা অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধিঃ ১৩ নভম্বর,২১
জয়পুরহাট প্রফসর পাড়া হল্পিং হ্যান্ড এর দ্বি-বার্ষিক সম্মলন-২০২১ অনুষ্ঠিত হয়ছ শুক্রবার সন্ধ্যায় হাজী বদর উদ্দিন রাড সংগঠনর সভাপতি আল-আমিন সবুজ এর সভাপতিত্ব সাধারন সম্পাদক মনায়ার হাসন শিলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখন লন্ডন প্রবাসী এ্যাডঃ তানজীর আল ওহাব । অন্যানদর মধ্য বক্তব্য রাখন জলা আওয়ামীলীগর সহ-সভাপতি গালাম হাক্কানি, জলা বিএনপির যুগ্ম আহবায়ক গালজার হাসন ও মাসুদ রানা,জলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মস্তফা, পর কাউন্সিলর মামনুর রশিদ মামুন, ফজল বিন রয়লসহ আরা অনক।
এ সময় প্রায় ৩ শতাধিক উপ¯িতির মাঝ র্যাফল ড্র ও রাতর খাবার বিতরণ করা হয়।
পর আগামী ২ বছরর জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘাষনা করা হয়।
ওমর আলী বাবু
জয়পুরহাট