প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধ বিহার পরিদর্শনে উপজেলা প্রশাসন, সাথে ফানুস নিয়ে উদযাপনও করলেন।

উখিয়া ( কক্সবাজার ) প্রতিনিধি: প্রসেনজিত বড়ুয়া,
প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধ বিহার পরিদর্শনে উপজেলা প্রশাসন, সাথে ফানুস নিয়ে উদযাপনও করলেন। উখিয়া উপজেলার নানান বৌদ্ধ বিহার পরিদর্শনে ইউএনও ও ওসি সহ উপজেলা প্রশাসন।

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ, বৌদ্ধদের ৩ মাস বসবাস ধর্মীয় নানান পূর্ণিমা শেষে আজ লাস্ট পূর্ণিমা সেসুবাধে বৌদ্ধদের অতীত কিছু ধর্মীয় নীতিমালা অনুযায়ী আজ পালন করা হয় অন্যতম উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা।

এই ধর্মীয় উৎসবে সকাল থেকে ছিল প্রশাসনের জুরদার সকাল থেকে উপস্থিত ছিলেন পুলিশ বাহিনী তারা ছিল সারাদিন ও রাত পর্যন্ত এবং সেসাথে সন্ধ্যা নামার পরেই বৌদ্ধ বিহার গুলো পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার উখিয়া নিজাম উদ্দিন আহমেদ ও ওসি সহ উপজেলা প্রশাসন এইসময় মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারে অবস্থান করেন বেশ কিছুটা সময়ও সেসাথে ফানুস উড়িয়ে সবার সাথে উদযাপন ভাগাভাগি করেন ইউএনও ও ওসি সহ উপজেলা প্রশাসন এভাবে উখিয়া উপজেলার বৌদ্ধ বিহার গুলো পরিদর্শন করেন তারা।

মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বলেন এভাবে আমাদের খবর নেওয়ার জন্য ধন্যবাদ উপজেলা প্রশাসনকে সেসাথে তিনি বলেন ওনারা খুব ভালো মনের মানুষ ওনারা আমাদের সাথে উদযাপন ভাগাভাগি করেছে ফানুস উড়িয়ে এতে আমরা অত্যন্ত খুশি তাদের পেয়ে আমরা অত্যন্ত উজ্জীবিত পরিশেষে তাদের আবারও ধন্যবাদ জানিয়েছেন।