কিশোরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার আয়োজনে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং চরদেহুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হক ফরহাদ এর উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এবং মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সাত্তার এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবং মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচি শেষে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার বিরুদ্ধে যথোচিত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার পক্ষে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ফজলে এলাহি, নবনির্বাচিত সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাবেক সভাপতি মোঃ কুদ্দুছ উন-নুর, সাবেক সাধারন সম্পাদক মোঃ নূরুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ আকরাম হোসেন ও অর্থ সম্পাদক প্রদীপ কুমার সরকার।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।