কিশোরগঞ্জ প্রতিনিধি :  কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ( এমপি) বলেছেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠির প্রতি বরাবরই সহানুভূতিশীল ও নমনীয় হতে হবে। তাদের অভাব-অনটন আমাদের সকলের দেখবাল করতে হবে। সমাজে প্রান্তিক জনগোষ্ঠির সাথে কোন ধরণের খারাপ আচরণ না করে তাদের প্রতি সকলের কাছে মানবিক ও সহনশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
শনিবার ( ৩ অক্টোবর)  সকালে কটিয়াদী উপজেলা হল রুমে ভিক্ষুক পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নূর মোহাম্মদ (এমপি) এসব কথা বলেন।
নূর মোহাম্মদ ( এমপি) বলেন, ‘সরকারি বিভিন্ন সহায়তায় প্রায় সময় অনিয়ম হয়ে থাকে। এসব রোধে সকলে সম্মলিতভাবে একসাথে চেষ্টা করলে এসব অনিয়ম থেকে উত্তোরনের পথ বেরিয়ে আসবে। স্থানীয় জনপ্রতিনিধিদের এলাকার জনগণের খোঁজ-খবর রাখার পাশাপাশি তাদের সেবক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মাঈনুর রহমান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান, মুন্সী আব্দুল হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার প্রমুখ। পরে ভিক্ষুক পুনর্বাসন বাস্তবায়নের মাধ্যমে ভিক্ষুক মুক্ত কটিয়াদী উপজেলা গড়ার লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে গরু, ছাগল, সেলাই মেশিন ইত্যাদি উপকরণ বিতরণ করা হয়।