উখিয়া প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত তবে স্ব্যাস্থবিধি মানা নেই কারোর মাঝে। প্রায় দু’লক্ষ পর্যটকের দেখা মিললো এই ঐতিহ্যবাহীি কক্সবাজার সমুদ্র সৈকতে। পর্যটকের কাছে মাক্স এর বিষয়ে জানতে চাইলে তারা কেউ বলে ব্যাগে, কেউ বলে ছবি তুলার জন্য খুলছি, আবার কেউ বলে বাসায় এভাবে তারা নানান কৌশলে এড়িয়ে যায়। তবে স্থানীয়রা বলতেছে এতে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে তারা ,নানা জায়গা থেকে মানুষ আসে এই বিশালতম সমুদ্র সৈকতে ।সেখানে তারা যদি স্ব্যাস্থবিধি না মানে তাহলে বড় হুমকিতে পড়বে স্থানীয়রা বলতেছেন তারা। টুরিস্ট পুলিশ বলতেছে তারা নানান ভাবে চেষ্টা করতেছে তাদেরকে সর্তক করার জন্য। এবং বাধ্য করার চেষ্টা করতেছে স্ব্যাস্থবিধি মানার জন্য তবে এই পর্যটকের ভিড়ে টুরিস্ট পুলিশও হিমশিম খাচ্ছে তবুও থেমে নেই তারা চেষ্টা করে যাচ্ছেন পর্যটকের সেবা করার ও যথাযত স্ব্যাস্থবিধি মানার জন্য। স্থানীয় বড় রেস্টুরেন্ট ও কিছু হোটেলের মাঝে দেখা মিললো যথাযথ স্ব্যাস্থবিধি মানা না থাকলে ভিতরে প্রবেশ করতে পাচ্ছে না পর্যটকরা। এতে একটু হলেও ইতিবাচক বলে ধারণা করা হচ্ছে ।