বিয়ানীবাজার(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজারে নাজমিন আক্তার (১৮) নামের এক কিশোরীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাজিম উদ্দিন (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর দিকে উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে কিশোরীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত নাজমিন আক্তারের বাড়ী বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে। আর অভিযুক্ত নাজিম উদ্দিনের বাড়ি মৌলভীবাজারের বড়লেখার নিজ-বাহাদুরপুর এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় নাজিম উদ্দিন ওই যুবতীর বাড়িতে দিনমজুরের কাজ করতে যায়। এ সময় টেলিভিশন দেখতে থাকা নাজমিন আক্তার (১৮) কে পিছন থেকে ঝাপটে ধরে বটি দা দিয়ে গলায় কুপ মারে নাজিম। ঘটনাস্থলে ওই যুবতীর মৃত্যু হয়। ঘটনার পরই পালিয়ে যায় নিজাম।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে।
এদিকে, নাজমিন আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায়অভিযুক্ত নাজিম উদ্দিন ওরফে পাশাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় আঙ্গারজুর গ্রামের বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়।