নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব অাল হাসান অাজ বিসিবিতে ফিটনেস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন।এই ফিটনেস পরীক্ষা অারো অাগে দেয়ার কথা থাকলেও বিদেশ থেকে লম্বা ভ্রমণের কারণে একটু দেরী করে বিসিবি।যার ফলও পাওয়া গেলো ইতিবাচক ভাবেই। নতুনভাবে ফিরে বঙ্গবন্ধু টি২০ তে কি চমক দেখাবেন সাকিব তার জন্য অপেক্ষা করতে হবে অার কয়েকটি দিন।।