উখিয়া ( কক্সবাজার ) প্রতিনিধি: বিশ্বের নিন্দনীয় এক ঘটনা, বিশ্ব নড়ে-ছুঁড়ে উঠেছে ফিলিস্তিনিদের উপর অত্যাচারের সিমা ছাড়িয়ে পেলেছে ইসরাইল এতে সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে ইসরাইলের উপর। বাংলাদেশেও নিন্দার উঠেছে।

ফিলিস্তিনিদের উপর অন্যায় ভাবে বারবার হামলা চালাচ্ছে ইসরাইল এতে রামু বাজারে মানববন্ধন করেছেন রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে শ্রী জ্যাোতিসেন ভিক্ষু ও তার শিষ্যরা এতে কে শ্রী জ্যাোতিসেন ভিক্ষু ফিলিস্তিনিদের উপর অন্যায় – অত্যাচারের সঠিক বিচার দাবি করেন, জ্যাোতিসেন ভিক্ষু বিশ্বের কাছে আহবান জানিয়েছেন এই অন্যায় অত্যাচার, হামলা অতিদ্রুত বন্ধ করার জন্য।

কে শ্রী জ্যাোতিসেন ভিক্ষু আরও বলেন যুদ্ধ নয়, শান্তি চাই। নিরহ ফিলিস্তানিদের উপর বর্বর হামলা বন্ধ হোক। গাজায় হামলার বিরুদ্ধে গতবারও আমরা বৌদ্ধ ভিক্ষুরা মানব বন্ধন করেছিলাম রামু স্টেশনে। এবারও আমরা ফিলিস্তানে অসহায় শিশু, নারী ও মানুষের উপর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জয় হোক শান্তির, মুচে যাক হিংসা।