ফেনী  প্রতিনিধিঃ ফেনী জেলা পুরাতন জেলখানায় (ফেনী জেলা কারাগার-২)করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার হিসেবে চালু করা হয়েছে।আজ রবিবার দুপুরে ৪৫ শয্যার আইসোলেশন সেন্টার প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো: মোকাব্বির হোসেন, কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুন।

উদ্বোধনকালে আইসোলেশন সেন্টার থেকে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।এসময় উপস্থিত ছিলেন, কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক ফজলুল হক, জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, সিভিল সার্জন ডাঃ রফিক উস সালেহীন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা বিএমএর সভাপতি ডা: সাহেদুল ইসলাম ভূইঁয়া কাওসার ।

ফেনী কারাগারের জেলার শাহাদাত হোসেন জানান, ফেনী জেলা কারাগার মোট ৪৫ শয্যার আইসোলেশন সেন্টারের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ৫ শয্যা মহিলাদের জন্য নির্ধারিত রয়েছে।

জেল সুপার আনোয়ারুল করিম জানান, ফেনী জেলা কারাগারকে স্থানান্তর করে রাণীরহাটে নেয়া হয় তাই খালি পড়ে থাকা শহরের জেল রোড়ের পুরাতন কারাগারের ৪ তলা ভবনকে আইসোলেশন সেন্টার হিসেবে পরিনত করা হয়েছে। এ আইসোলেশন সেন্টারে চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে করোনা আক্রান্তদের রেখে চিকিৎসা দেয়া হবে। এখানে রোগীদের চিসিৎসার জন্য ২ জন চিকিৎসক ও ২ জন নার্স থাকবেন।একইদিন ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কিশোরগঞ্জ জেলা কারাগার-২ এ আইসোলেশন সেন্টারের উদ্বোধন করা হয়।