নিজস্ব প্রতিবেদকঃ আজ থেকে পুনরায় ৩৭ অঞ্চলে লকডাউন হচ্ছে স্পেন। করোনার দ্বিতীয় ভয়াল থাবা উপস্থিত হওয়ার সাথে সাথেই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিলো। করোনা দ্বিতীয়বারের মতো অাঘাত হেনেছে ইংল্যান্ড, ইটালি, অায়ারল্যান্ডসহ ইউরোপের বহু পরিচিত মুখ গুলোতেও। তাই, দেশগুলোর সরকার পুনঃরায় লকডাউনের চিন্তা করছে। দক্ষিণ এশিয়ার মধ্যে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ভারতে। দেশটির অাক্রান্ত ও মৃত্যুর হার বর্তমানে প্রথম সারিতে রয়েছে।।