লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলামকে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকাস্থ লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ফাউন্ডেশন,
বৃহস্পতি বার বিকেলে স্থানীয় লর্ডহার্ডিঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেয় স্থানীয় তাওহীদি জনতা।

এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো সভা।
প্রতিবাদ সভার সমর্থন জানিয়ে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরন্নবী চৌধুরী শাওন এমপি।
এসময় তিনি সবাইকে ফ্রান্সের পন্য বয়কট করার আহবান জানান।
এ সময় বক্তারা বলেন, ফ্রান্সের সরকার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র অঙ্কন করে সারা বিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে ৷ তারা মুসলমানদের প্রকাশ্য শত্রু ৷ আর এই শত্রুর সাথে আমরা সম্পর্ক রাখবো না ৷ সর্বক্ষেত্রে তাদেরকে বয়কট করতে হবে ৷ তাদের সব ধরনের পণ্য বর্জন করবো ৷ যাতে তারা এখান থেকে চরম শিক্ষা নিতে পারে ৷ এছাড়া বক্তারা ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক সম্পর্ক সহ সকল ধরনের রাষ্ট্রীয় সম্পর্ক পরিহার করার জন্য সরকারের কাছে বিনীত আবেদন জানান ৷ হুঁশিয়ারি করে তারা আরো বলেন, ফ্রান্সের সরকার ম্যাক্রন কে মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ৷ তার ক্ষমা না চাওয়া পর্যন্ত প্রতিটি মুসলিম দেশে তাদেরকে বয়কট করা ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে ৷ মুসলমানরা বীরের জাতি ৷ তারা তাদের প্রিয় নবী হযতর মুহাম্মদ (সা:) এর জন্য সর্বদা জীবন দিতে প্রস্তুত আছে ৷
এর আগে বিভিন্ন স্লোগান ও ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ইউনিয়নের বিভিন্ন বাজার থেকে থেকে আলাদা আলাদাভাবে বিক্ষোভ মিছিল নিয়ে একসাথে জড়ো হয় তাওহীদি জনতা ৷ এবং ফ্রান্সের সরকার ম্যাক্রন এর প্রতীকি ছবিতে জুতার ও ঝাড়ুর মালা পড়িয়ে মিছিল শেষে তা আগুনে পোড়ানো হয় ৷
সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান জনাব আবুল কাশেম মিয়া,লর্ডহার্ডিঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওঃ আবু তাহের,বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নজির আহমেদ মিয়া,মাওঃ ইউছুফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃঃ গনি মাস্টার, দ্বীপ বন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক ইকবাল হাসান জুলহাসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।