গাজীপুর প্রতিনিধিঃ
মানুষের সাথে মিথ্যে আশ্বাস ও অনুষ্ঠানে গিয়ে বড় বড় বক্তব্য দেওয়ার দিন শেষ। কথায় নয়,মানুষ কাজজ দেখতে চায়। বক্তব্য দিয়ে স্বাধীনতা এনেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা তার সৈনিক। এই শোকের মাসে যারা জাতির পিতা সহ তার পরিবারের সদস্যদের হতাা করেছে, তাদের বিচার মাননীয় প্রধানমন্ত্রী করছেন। তিনি বক্তব্য দিয়ে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছেন কাজের মাধ্যমে। আমরা বক্তব্য দিবো না, মানুষের জন্য কাজ করবো। ১৮ ই আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় মহানগরের ২৩ নং ওয়ার্ডের পোড়াবাড়ি বাজার থেকে র্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল হয়ে হাতিয়াব গাজীপুরা পর্যন্ত ৪০ ফুট প্রসস্থ রাস্তার পাশে বৃক্ষ রোপণ কর্মসুচি উদ্ধোধন কালে গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। তিনি বলেন,করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সারাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসে নেই প্রতিদিন সারাদেশের সাথে যোগাযোগ রক্ষা করছেন। তিনি গড়ে প্রতিদিন ১৭ ঘন্টা কাজ করেন। দেশ এগিয়ে যাচ্ছে,আমরাও এগিয়ে যাচ্ছি। আমরা বক্তব্য দিবো না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাবো। তিনি সাবেক কাউলতিয়া ইউনিয়ন বাসীকে উদ্যশ্যে করে বলেন,আপনারা বিগত ৪০ বছরে বহু জনপ্রতিনিধি বানিয়েছেন। তারা কি করেছে,সকলের জানা আছে। দেড় বছরের মাথায় ১২০ টি রাস্তার কাজ একযোগে চলছে,কোনদিনই উদ্ধোধন করতে যাইনি। দরকার নেই সময় এবং অর্থ দুটোই খরচ করার। আমরা কাজকে বিশ্বাস করি বক্তব্যকে নয়। অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় গাজীপুর সিটি কর্পোরেশন অনেক বড় এলাকা নিয়ে গঠিত, এখানে শত শত কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। উন্নয়ন চলছে সহযোগিতা করতে হবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলো রাস্তা প্রসস্থ করার ব্যাপারে সহযোগিতা করছে,আপনারাও করবেন। মেয়র আরো বলেন,যার রাস্তা যতবড় সে তত ধনী,সে তত সুখী। যার রাস্তা ছোট, সে অনেক দুঃখী। সন্তানদের মানুষ করতে হবে,তারা দিনদিন উন্নত হচ্ছে। রাস্তা ঘাট থাকলে মিল ইন্ডাস্ট্রি হবে,গরীব মানুষ কাজ করে খেতে পারবে। রাস্তা ড্রেন ও ফুটপাত হবে মানুষ চলাচলের জন্য। রাস্তায় সিসি ক্যামেরা লাগানো থাকবে মানুষ নিরাপদে চলাচল করবে। বক্তব্যের দিন শেষ,কাজের মধ্যমে বেচে থাকতে চাই। টাকা আনতে বহু শ্রমলাগে,আমরা শ্রমের মাধ্যমে এই পর্যন্ত এসেছি। তাই প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের সহযোগিতা করবে আমাদের দলীয় লোকজন, তাদের পরামর্শ নিয়ে এই শহরকে এগিয়ে নিয়ে যাবো। গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ বিল্লাল হোসেন,সহ দপ্তর সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, সদস্য হেদায়েতুল ইসলাম,২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাওলানা মনজুর হোসাইন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম শহিদ,৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির, সংরক্ষিত মহিলা কাউন্সিলর অাফসানা আক্তার, আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম মল্লিক, প্রমূখ।