বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খান নিহত হয়েছেন।
আজ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ধুনটে ছাত্রলীগের কর্মসূচিতে যোগদিতে যাবার পথে জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাদবির ও সদস্য জাহিদের সাথে মোটর সাইকেলে ধাক্কা লাগানিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি সেকানেই থামিয়ে দেন জেলার নেতারা। এরপর ধুনটের কর্মসূচি শেষ করে শহরের সাতমাথায় আসে ছাত্রলীগ নেতা কর্মীরা। রাত ৯ টার দিকে সাতমাথার পার্কিং এলাকায় পুনরায় কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে জাহিদ ও তাদবির। এক পর্যায়ে উভয় গ্রুপের ছেলেদের মধ্যে মারপিট শুরু হয়। মারপিট ও ছুরিকাঘাতে উভয় গ্রুপের ৯ জন আহত হয়। এসময় গুরুতর অবস্থায় তাদের শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়
ঘটনায় আরো আহতরা হলেন, জেলা ছাত্রলীগের সদস্য জাহিদ, ছাত্রলীগ নেতা দুলাল, রাজন, শান্ত, ইমন, শাফিন, হাবিব, সানজীদ।