বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায়  দুপচাঁচিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।এই ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন।

গতকাল বৃহস্পতিবার  উপজেলার কাথহালী এলকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যাক্তির নান  ইসাহাক আলী (৫৫)। ইসহাক জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর শালিকডুবী গ্রামের ছহির উদ্দিনের ছেলে। এই ঘটনায় আহত আহত মোটরসাইকেল চালক সুমন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইসাহাক তার এক আত্মীয়ের মোটরসাইকেলে চড়ে দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাটে আসছিলেন। পথে কাথহালীতে বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে তারা রাস্তায় পড়ে যান।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।