গাজীপুর প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে গাজীপুর সিটি করপোরেশনের চতর এলাকায় চিলাই নদীর পাড়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এসময় তিনি একটি করে আম ও নিমের চারা রোপন করেন।
গাজীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নরসিংদীর আয়োজনে অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (কেন্দ্রীয় অঞ্চল) মো: আব্দুল মতিন সরকার, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শঙ্কর চক্রবর্তী, উপ-বিভাগীয় প্রকৌশলী মো: সাজ্জাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো: হুমায়ুন কবির।