বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীতে বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ১৭মার্চ। রাত বারো টা এক মিটিটে আতশবাজি মাধ্যমে। বাংলার মহা নায়কের জন্মভুমি বাংলাদেশ’সহ সারাবিশ্ব শ্রদ্ধার সাথে পালন করতে প্রস্তুত। যদিও নোবেল করোনাভাইরাসের কারনে সব ধরনের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। তবে দেশের মহা নায়কের শততম জন্মবার্ষিকী বলে কথা। সারাদেশের ন্যায় বরিশাল ও সেজেছে রঙিন সাজে।
রঙিন আলোতে আলোকিত পুরো বরিশাল শহর। সরেজমিন ঘুরে দেখা য়ায়, রাস্তাঘাট সরকারি ভবন ও আওয়ামীলীগ কার্যালয় (নগর ভবন) এলাকায় নানা রঙে সজ্জিত। দলীয় কার্যালয় ও প্রধান সড়ক, (বিসিসি’র) শাপলা চত্বর, বরিশাল মেট্রোপলিটন
কোতোয়ালী থানা,কাউনিয়া থানা। পরিবেশ অধিদপ্তর১ সিটি এস বি, সড়ক জনপদ, শের ই বাংলা মেডিকেল কলেজ- হাসপাতাল , উপজেলা সমাজ সেবা অফিস, এল জিডি, ভাটার খাল শিক্ষা অফিস, ডিবি অফিস , উপজেলা নির্বাহী কর্মকর্তা ,জেলা
পরিষদ ,মৎস্য অধিদপ্তর ,বি আই ডব্লিউ টিএ অফিস , মাদক অধিদপ্তর ভবন। সন্ধ্যা নামার সাথে সাথে নতুন সাজে সজ্জিত হয়। সূর্য ডুবে অন্ধকার নেমে আসার কথা থাকলেও (বিসিসির) চত্তরে আলোক সজ্জার কাছে সব আধাঁরই হার মানছে।