গাজীপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর সেচ্ছাসেবলীগ । ঢাকা মায়মনসিংহ মহাসড়কের  পোড়াবাড়ি আওয়ামী লীগের অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের  হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পোড়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এর আগে নেতাকর্মীরা জাতির জনকের ভাস্কর্য ভাঙার মতো ধৃষ্টতায় মৌলবাদীদের কড়া হুঁশিয়ারি দেন।
নেতাকর্মীরা বলেন, ভাস্কর্য ভাঙচুর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশে চলমান ভাস্কর্য বিরোধী চক্রান্তেরই অংশ। এ ঘটনাকে হালকাভাবে দেখার কোনো অবকাশ নেই। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ও ইন্ধনদাতাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানান তারা।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জিত বাবু।  এসময় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত বাবু। আরো বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজাহান মন্ডল,আওয়ামী লীগ নেতা, আবুল বাশার,কাউলতিয়া সাংগঠনিক থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ইকবাল হোসেনসহ  বিভিন্ন ওয়ার্ডের
নেতাকর্মীরা।