বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দেশের কল্যানে পাশে দাড়ায়-এমপি শাওন
লালমোহন (ভোলা)  প্রতিনিধিঃ
লালমোহনে বাংলাদেশ ছাত্র লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দলীয় ও জাতীয়  পতাকা উত্তোলন, আনন্দ র্র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
 বুধবার সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ গঠন ও সব অপশক্তি রুখে দিতে রাজপথে থাকার প্রত্যয় জানিয়ে  এমপি শাওন বলেন,
 নানা চড়াই-উৎরাই পেরিয়ে আন্দোলন-সংগ্রাম, গৌরব, ঐতিহ্য ও সাফল্য নিয়ে ৭৬ বছরে পদার্পণ করল দেশের সর্ববৃহৎ ছাত্র রাজনৈতিক সংগঠন। দেশ জাতির কল্যাণে ছাত্রলীগ সব সময় প্রশংসনীয় ভূমিকা রাখছে।
বাঙ্গালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দেশের কল্যানে পাশে দাড়ায়।
জাতির পিতার হাতে ধরে এই সংগঠনের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালি করে রাজ পথে থাকার ক্ষেত্রে ছাত্রলীগ পরিক্ষিত সংগঠন।
লালমোহন উপজেলা ছাত্র লীগের আহবায়ক মূর্তজা সজীবের সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক হাসান হাওলাদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভার যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বদল সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ এবং উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন