আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদীয়া ট্রেডার্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) ২৫ রমজান বিকেলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে অবস্থিত রিলাক্স হোটেল এন্ড রেষ্টুরেন্টে মেসার্স মোহাম্মদীয়া ট্রেডার্স ফিউচার ইন কনস্ট্রাকশন এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
মেসার্স মোহাম্মদীয়া ট্রেডার্স ফিউচার ইন কনস্ট্রাকশন’র স্বত্বাধিকারী এমদাদ হোসেন ভূইয়ার নির্দেশনায় এবং প্রতিষ্ঠানের পরিচালক আজাদ হোসেন ভূইয়ার সার্বিক তত্বাবধানে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্প বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল লিমিটেডের প্রজেক্ট ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ তুরিন, বড়তাকিয়া ট্রেডার্সের পরিচালক রিয়াজ উদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক মিথুন শর্মা, ঠিকাদারি প্রতিষ্ঠান রাহেনা ট্রেডার্সের স্বত্বাধিকারী ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন সোহেল, জেলা ছাত্রলীগের সদস্য আরিফ, ইকবাল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী জাবেদ ইকবাল চৌধুরী, আরিফ ট্রেডার্সের স্বত্বাধিকারী আরিফ মাঈন উদ্দিন, এন.আর ট্রেডার্সের স্বত্বাধিকারী নুর উদ্দিন, আলম এন্ড সন্স’র পরিচালক এ এইচ এম সাইফুল বারী রাজু।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ আবু নাছের।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বেজা ও বেপজা’র প্রকৌশলী এবং সরকারি, বেসরকারি ১৫ টি ঠিকাদারি প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।