বঙ্গোপসাগরে তৈরী হয়েছে লঘূচাপ আবহাওয়ার সতর্কতা সংকেত জারি 
মোঃ ফরিদ উদ্দিন, রাঙ্গাবালী পটুয়াখালী  প্রতিনিধি কয়েকদিনের ব্যাবধানে বঙ্গোপসাগরে আবারো তৈরী হয়েছে লঘূচাপ। বর্তমানে এটি উত্তরপশ্চিম  বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনিভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস।
আজ বৃহস্পতিবার(১৯ ই সেপ্টেম্বর)   আবহাওয়া অধিদফতরের নিজস্ব ওয়েবসাইটে একটি সতর্কতা বার্তা প্রকাশ করা হয়। আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক স্বাক্ষরিত বার্তাটিতে বলাহয়েছে বঙ্গোপসাগরে একটি লঘূচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনিভূত হতে পারে।এরপ্রভাবে উত্তর-বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। তাই সমুদ্র বন্দর সমুহ ও উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকুলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তাই চট্রগ্রাম,কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে (০৩)তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 সমুদ্রগামী জেলেদের’কে বার্তাটিতে সতর্ক করে বলাহয়, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদের কে গভীর সাগরে বিচরন না করতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলাহয়েছে,সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলীসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলো মিটার; যা অস্থায়ীভাবে দমকায় (২৫-৩০) কি.মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী দুদিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আর বর্ধিত পাঁচদিনে সামান্য পরিবর্তন হতে পারে।
রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।