গাজীপুর প্রতিনিধিঃ বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও রাস্তাঘাট মেরামত ও উন্নয়নের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি আজ দুপুরে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগ আয়োজিত বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এবারের বন্যায় সিটি কর্পোরেশনের ২২টি ওয়ার্ডের সড়ক ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৩ নম্বর ওয়ার্ডসহ ১৮ টি ওয়ার্ডের রাস্তা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ এসব সড়ক, রাস্তাঘাট দ্রুত মেরামত ও সংস্কার এবং অন্তত সাত ফুট উঁচু করা হবে বলে জানান তিনি।
আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় লাঠি ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এর সাবেক ভিপি আফজাল হোসেন সরকার রিপন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম। পরে বিভিন্ন এলাকার বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
এছাড়াও নগরের ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে পোড়াবাড়ী সাবেরীয়া দাখিল মাদ্রাসা মাঠে মিলাদ, দোয়া ও তবারক বিতরন অনুষ্ঠিত হয়েছে, আওয়ামীলীগ নেতা হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।