লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজব পাড়া এলাকায় তিস্তা নদীতে ক্ষতি গ্রস্থ দের পাশে আজকে ১লা অক্টোবর  রোজ  বৃহঃপতিবার বেলা ১১ টায় উদ্দীপ্ত তরুণ সংঘের সহযোগিতায়, ইচ্ছের অর্থায়নে পঞ্চাশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।ত্রাণ সামগ্রী এর মধ্যে ছিল  ৫ কেজি  চাল,১কেজি চিড়া,১কেজি আলু, ১কেজি লবণ, ১/২ লিটার তেল, ১/২ কেজি চিনি,১/২ কেজি পিঁয়াজ, সহ খারাপ স্যালাইন। এসময় উপস্থিত ছিলেন   জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের  সেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে এর সদস্য মাসুদ রানা,শাকিল সহ আর ও অনেকে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সম্রাট আহসান, আলমগীর হোসেন (সভাপতি উদ্দীপ্ত তরুণ সংঘ) সহ, উদ্দীপ্ত তরুণ সংঘের কোষাধ্যক্ষ সুমন খান ও সিনিয়র সদস্য ওমর ফারুক । সবার উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্যে সকল ছাত্র ছাত্রী দের জন্য দোয়া চেয়েছেন সম্রাট আহসান। এই করোনা মহামারী পরিস্থিতি যেন  তাড়াতাড়ি স্বাভাবিক হয় এবং সবাই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারে  এবং পুনরায় স্বাভাবিক পড়াশোনা চালিয়ে যেতে পাড়ে।