বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীতে দুই শতাধিক দুস্থ,আসহায় ও ভবঘুড়েদের মাঝে ঈদের খাবার বিতরন করেন বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন আহার।
আজ শুক্রবার (১৪) মে বরিশাল নগরীর প্রাণ কেন্দ্র সদর রোড অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বসে এসকল মানুষদের হাতে খাবার ও পানির বোতল দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অদিধপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, আহার সংগঠনের উপদেষ্টা মফিজুল ইসলাম মিলন, সহ-সভাপতি ররি তালুকদার,সভাপতি আল-আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পি। এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য কবিতা,অর্চনা,হাফসা,বৃষ্টি ও মুনা। উল্লেখ্য এই সংগঠনটি গত একমাস যাবত রমযানে বরিশাল নগরীর বিভিন্নস্থানে অস্বচ্ছল,দুস্থ ও অসহায়দের মধ্যে খাবার বিতরন করেন