গাজীপুর প্রতিনিধিঃ বর্তমানে ধর্ষণ সামাজিক ব্যাধি হিসেবে পরিণত হয়েছে আন্দোলনকারীদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করে স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে। ধর্ষক, সন্ত্রাসী , মাদক সেবী এবং অপকর্মকারীদের দলে কোন আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, দল গঠনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে।অনুপ্রবেশকারী কেউ যেন দলে ডুকার সুযোগ না পায় সেদিকে সজাগ থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের ।
আজ শনিবার বিকেলে গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাষ্টার অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ, ক, ম, মোজাম্মেল হক এমপি ,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম পি,মেহের আফরোজ চুমকি এমপি,ইকবাল হোসেন সবুজ এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান,সিটিকর্পোরেশনের মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।