বিশৈষ প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদযাপন উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা ঘোষণা করা হয়েছে। ১৭ থেকে ২৬ মার্চ এসব অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি জানান, আয়োজনের নাম হবে- মুজিব চিরন্তন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধানরা থাকবেন পাঁচ দিন ধরে। আরও থাকবেন পাঁচশো আমন্ত্রিত অতিথি। প্রচার হবে বিভিন্ন দেশের নেতৃবর্গের ধারণকৃত বক্তব্য।
আর এ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন, পাঁচটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান।অতিথিদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভা-ারী, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ এবং ভুটানের রাজা জিগমে খেসার।
তিনি আরও বলেন, এছাড়া অনুষ্ঠানমালায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিও-ভিজ্যুয়াল আয়োজনসহ আরও নানান বিশেষ পরিবেশনা।