রায়গঞ্জ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ বাংলাদেশ রিপোর্টাস ক্লাব সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে-দৈনিক প্রথম আলো’র অনুসন্ধানী জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে সাংবাদিকদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার  (২০ই মে) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা কমিটির অস্থায়ী কার্যালয় ভুইয়াগাঁতীতে বাংলাদেশ রিপোর্টাস ক্লাব সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি জহুরুল ইসলাম টিটো উক্ত মানববন্ধনে-দৈনিক প্রথম আলোর- জৈষ্ঠ্য অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলায় গ্রেফতারে তীব্র প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী করে মানববন্ধনে বক্তব্য রাখেন।

 

এছাড়া অন্যান্য  বক্তারা বলেন, সাংবাদিকরা হলো জাতির দর্পন। এ জন্যই মহামারি করোনাকালে তথ্য দিয়ে সরকারকে সহায়তা করছে। সাংবাদিক রোজিনা সেই সারির একজন সম্মুখ যোদ্ধা। এতে সাংবাদিকরা সরকারের প্রশংসিতও হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে ধরনের কর্মকা- হচ্ছে তা সরকার প্রধানকে জানাতেই তিনি কাজ করছিলেন। আপোষহীন সাংবাদিক রোজিনাকে নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানানো হয়।

 

এ-সময় বাংলাদেশ রিপোর্টাস ক্লাব, সিরাজগঞ্জ জেলা কমিটির সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি ও চ্যানেল সিক্স এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম টিটো, সাধারণ সম্পাদক  ও মাতৃজগত টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি  রেজাউল করিম খান, দৈনিক  মুক্ত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার সুরনজিত সরকার, অনুভূতি টিভির রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি পারভেজ সরকার, বিশ্ব মানচিত্র পত্রিকার সাংবাদিক জিল্লুর রহমান, হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ এর সলংগা প্রতিনিধি – মো জাকির হোসাইন প্রমুখ।

 

এছাড়াও রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,  দোলনচাঁপা পত্রিকার সাংবাদিক শামীম খান, একুশে সংবাদ পত্রিকার সাংবাদিক এস,এম জাকারিয়া, সাংবাদিক অভিজিৎ কুমার সহ আরো অনেকে।

 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। একইসঙ্গে তাকে মুক্তি না দিলে ও অপরাধীদের বিচার করা না হলে শুধু মানববন্ধন নয় আগামীতে আন্দোলন আরও কঠোর কর্মসূচী গ্রহন হবে ।