নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ বাঙালি জাতি ভুলতে বসেছে আজ তার আত্মপরিচয়। ভুলতে বসেছে তার সমৃদ্ধ ইতিহাস। হারাতে বসেছে বীরের পরিচয়। হারিয়ে যাচ্ছে শিকড়ের সম্পর্ক। আজ কেবল ২১শে ফেব্রুয়ারি এলে মনে পড়ে হৃদয় নিংড়ানো আবেগের সৃষ্টি ” আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”।
বাঙালি ২১শে ফেব্রুয়ারি উদযাপন করতো শহীদ দিবস হিসেবে। বাংলা ভাষার মান রক্ষায় আত্মোৎসর্গ করা বীরদের স্মরণ করতো খালি পায়ে হেঁটে হেঁটে ভোর বেলায় কৃষ্ণচুড়া মাটিতে ঝরে পড়া আগে সেটা তুলে নিত পরম যত্নে, আর সেটা বীরদের পদতলে রেখে স্মরণ করতো কৃতজ্ঞ চিত্তে। এক গুচ্ছ পলাশ হাত নিয়ে দৌড়ে যেত থুত্থুড়ে বুড়ো যার বাবা শহীদ হয়েছিলেন, একটা গোলাপ হাতে নিয়ে সারির শেষে দাঁড়িয়ে থাকতো এক ভাইয়ের হৃদস্পন্দন একমাত্র বোন। এক টুকরো ছিঁড়ে যাওয়া শিমুল হাতে নিয়ে শহীদ মিনারের এক কোণে ঘাপটি মেরে বসে থাকতো অভিমানী মা। পাড়ার ছেলেদের সাথে একখানি ছোট পুষ্পার্ঘ্য অবনত মস্তকে অর্পণ করতো শহিদের তরুণ টগবগে যুবক ছেলে। বিধবার শাড়ি পরে খালি পায়ে হেঁটে এসে আখির নীরে সমস্ত শ্রদ্ধাঞ্জলি সিক্ত করে দিতেন কতো শহিদের স্ত্রী। এসব বিংশ শতাব্দীর চিত্র।
আজ একবিংশ শতাব্দীর মধ্যখানে দাঁড়িয়ে আমরা ২১শে ফেব্রুয়ারি এলে আমাদের বাংলা ভাষার কথা স্মরণ করি। এই একদিন বাংলা ভাষা, বাঙালি জাতি নিয়ে চিন্তা করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগ পোস্ট করি। তার পরদিন আবার ভুলে যাই। আবার আমরা সর্বনাশা আধুনিকতায় ডুবে যাই। আজ আমরা ভাষাকে বিকৃত করে নান্দনিক হবার চেষ্টা করি। অথচ এই ভাষার নান্দনিক সৌন্দর্যের প্রেমে পড়ে বাঙালি আত্মাহুতি দিয়েছিল। আমাদের শুধু সচেতন বিবেক প্রয়োজন, প্রয়োজন যথার্থ মুল্যবোধ
পৃথিবীতে বর্তমানে সবমিলিয়ে ৬০০০ এর বেশি ভাষা রয়েছে। আর ১৯৯৯ সালে ইউনেস্কো বাংলাদেশ আওয়ামী লীগের প্রস্তাব সমর্থন করে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করতে নির্দেশ দেয়। আর ২০০০ সাল থেকে তাই এই দিনে পৃথিবীর সমস্ত মানুষ স্মরণ করে বাঙালির ভাষা প্রেম আর ভালোবাসা প্রকাশ করে নিজের মাতৃভাষার প্রতি। অবশ্য বর্তমান সময়ে এমনও বাঙালি পাওয়া যাবে যে ২১শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ সেটা জানে না।
আর তাই এখন প্রয়োজন ২১শে ফেব্রুয়ারি বলার সাথে সাথে ০৮ই ফাল্গুন বলার। পরিবর্তনশীল বিশ্বে ভাষাও পরিবর্তিত, পরিবর্ধিত হয় এই কথাটা অনুধাবন করে জাতির পিতা প্রতিষ্ঠা করেছিলেন বাংলা একাডেমি। আজ প্রয়োজন বাঙালির সচেতন বিবেক।